অগ্নিপরীক্ষা
মুহাম্মাদ ইমাম হোসেন
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ডাঙ্গীপাড়া, রাজশাহী।
ঈমান রাখা দায়, হাতের মুঠোয় অগ্নি পিণ্ড- জ্বলতে থাকার ন্যায়। কাঁটায় ছাওয়া গিরি পথে হাঁটা খালি পায়। ঈমান রাখা দায়, বিনা দোষে ফাঁসির কাষ্ঠে ঝুলতে থাকার ন্যায়। জলের মৎস্য ডাঙায় নিলে যেমন ছটফটায়। ঈমান রাখা দায়, নিজের ঘরে জীবন যাপন পরবাসীর ন্যায়। হৃদয় জুড়ে রক্ত ক্ষরণ শিকল সারা গায়। ঈমান রাখা দায়, বাঘের থাবায় হরিণ শাবক জীবন দানের ন্যায়। মিথ্যা নামক মৃত্যু দূতের তাড়া সর্বদাই। ঈমান বুঝি যায়, খাঁচা ছেড়ে প্রাণের পাখি যেমন উড়াল দেয়। আমরা হয়তো পৌঁছে গেছি শেষের জামানায়।