আমার গ্রাম
–বাসসাম ইবনে আব্দুল আলীম
ছাত্র (হিফয), আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
ছবির মতো গ্রামটি আমার কত যে সুন্দর
এই গ্রামেই বেড়ায় ঘেরা আমার সুন্দর ঘর।
সকালবেলা পাখির ডাকে ভাঙ্গে আমার ঘুম
শীতকালে কত মজার পিঠাপুলির ধুম।
কোকিল পাখি কত সুন্দর মায়াবী ডাক ডাকে
নদীর বালুচরে শিশুরা কত কিছু আঁকে।
সকালবেলা রাখাল ভাইয়া গরু চরাতে যায়
কৃষক মামা ধান কাটে আর মনের আনন্দে গায়।
ধান ক্ষেতে সোনালি হাসি দেখে মজা পাই
যিকির আর প্রশংসায় প্রভুর গান গাই।
ভোরবেলা পাখিরা সব করে কিচিরমিচির
কাশফুলে ভরে উঠে গ্রামের নদী তীর।
বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে ভারি মজা লাগে
ঝড়ের সময় আম কুড়াতে চলো সবার আগে।
ঝড়ের সময় আম কুড়াতে যায় কিশোরের দল
আম খেতেই মুখে আসে মিষ্টি রসের ঢল।
ফুলে ফলে কত সুন্দর মিষ্টি হাসি ঝরে
সবাই মিলে আল্লাহ তা‘আলার প্রশংসা করে।