আমার চাওয়া
বাসসাম ইবনে আব্দুল আলীম মাদানী
তৃতীয় শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
দু’হাত তুলে আল্লাহর কাছে করি মোনাজাত
তিনি যেন পরকালে দেন মাগফিরাত।
ছালাতে আল্লাহর কাছে চাই আমি
সবার মাঝে ছড়িয়ে দিব ইসলামের বাণী।
ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত সবই তোমার জন্য
তোমার আদেশ সবই আমি করি যেন মান্য।
পাঁচ ওয়াক্ত ছালাত আমি পড়ব দৈনিক
আমি হব ইসলামের বীর সৈনিক।
জাহান্নাম হতে তোমার নিকট পরিত্রাণ চাই
জান্নাতে আমি যেন বাসের স্থান পাই।