আল্লাহর বন্ধুদের ভয় নাই
[সূরা যুহা অবলম্বনে]
মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ
শিক্ষক (অবঃ), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।
দিনের শপথ! রাতের শপথ! দিচ্ছে মহান রব
আমিই তোমার আসল বন্ধু, আমিই তোমার সব।
তুমিই আমার সেরা নবী, সেরা রহমত
খালেছভাবে সঙ্গী তোমার, থাকি দিবারাত।
ত্যাগ করিনি নাখোশ হইনি, পরীক্ষা এ সব
অতীত থেকে ভালো তোমার, হবে ভবিষ্যৎ।
নিরাশ্রয়ী নিঃস্ব তুমি, ছিলে যে পথহারা
আশ্রয় দিয়েছি আমি, দিয়েছি ধন ও রাহা।
ইয়াতীম জনে আদর দিও, মিসকীনকেও আহার
নে‘মতের শুকর প্রচার, করো যে আল্লাহর।
ইবাদতের সাথে করো, প্রশংসা বারবার
এতেই তোমার প্রভু খুশি, এটাই তোমার পথ।