ঈদর খুশি
-আশরাফুল হক্ব
নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
ঈদের খুশি সবার মাঝে
দাও ছড়িয়ে,
দরিদ্র আর অসহায়দের
নাও জড়িয়ে।
উঁচু নিচু এই ভেদাভেদ
যাও ভুলে যাও,
বঞ্চিতদর বুকের মাঝে
নাও তুলে নাও।