জীবন প্রদীপ
মো. আব্দুল গনী শিব্বীর
প্রভাষক, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা।
জীবন প্রদীপ নিভে গেলে
কী যে করার আছে
যে জন তোমার আপনজন
যাবে না তোমার কাছে।
একটুখানি চোখের পানি
ঝরাবে তোমার লাগি
বেহুঁশ হবে তোমার তরে
মা যে হতভাগি।
ছেলে মেয়ে কাঁদবে তবে
তোমার শূন্যতায়
হৃদয় সুতায় বাঁধা তারা
নয়তো ভিন্নতায়।
জগত মাঝে এইতো খেলা
চলছে একই ধারায়
জীবন প্রদীপ নিভে গেলে
স্বজন তোমায় হারায়।
যাবে না কেউ তোমার সাথে
যাবে পুণ্য কর্ম
মুক্তি তোমার মিলবে তবে
যদি মানো ধর্ম।
জগতে সব এখন আপন
পরে হবেই পর
যখন তোমার হবে কবর
মরার পরের ঘর।