অমৃত জীবন
-মো. রূহুল আমীন
দশম শ্রেণি, শালহাটি ইসলামিয়া দাখিল মাদরাসা,
শালহাটি, ডিমলা, নীলফামারী।
হে মুমিন, গড়ো তুমি এমন জীবন
যে জীবন মরলেও ভাববে গোটা ভুবন।
যে জীবনে থাকবে সকলের কল্যাণে ভরা
সে জীবন মরলে দেখা যাবে সবার হৃদয়ে কাঁদা।
এই জীবনই তো চিরকাল অমৃত
তা যদি তুমি চাও গড়তে,
তবে তোমাকে হতে হবে আল্লাহ-রাসূলের অনুগত
তখনই তোমার জীবন হবে অমৃত।