সোনালী আলো
-আশরাফুল হক্ব
ফুরসেদপুর, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
সকাল হলে সূর্যি মামা
পূর্ব আকাশে উঠে,
অন্ধকার কেটে ধরায়
সোনালী আলো ফুটে।
বিলের ধারে শাপলা পদ্ম
ছাতা হয়ে ফুটে,
পাখিগুলো বাসা ছেড়ে
সবুজ মাঠে ছুটে।
খোকা-খুকি কুরআন বুকে
মক্তবে যায় ছুটে,
কুরআন পড়ে সমাজ থেকে
আন্ধকার দেয় টুটে।