ধ্বংস অনিবার্য
[সূরা হুমাযাহ অবলম্বনে]
মো. কামরুল ইসলাম
আলিম ২য় বর্ষ, চরজুবিলী রব্বানিয়া
ফাযিল (ডিগ্রি) মাদরাসা,সুবর্ণচর, নোয়াখালী।
নিন্দা যে করে সদা পিছনে ও সামনে,
সে বড় দুর্ভাগা জানান মা‘বূদ আল্লাহ।
অর্থ যে জমায় সদা, গণনা করে বারবার,
জানে না সে ঐ অর্থ থাকবে না চিরকাল।
দান-ছাদাক্বাহ না করে জমা করার ইচ্ছা যার,
মনে রেখো অধিবাসী হতে হবে হুতামার।
আপনি রাসূল- হুতামা কী, জানতে চাইলে শুনুন,
তা হলো ভয়ঙ্কর প্রজ্বলিত আগুন।
অন্তরটাকে গ্রাস করে করবে চির নিঃস্ব
ঘিরে রেখে পুড়ে পুড়ে করবে তাদের ধ্বংস।
চারদিকে থাকবে আগুন পালানোর নেই উপায়,
দীর্ঘায়িত স্তম্ভতে মারবে আটকে তোমায়।