করোনায় করণীয়
বাসসাম ইবনে আব্দুল আলীম ছাত্র (হিফয), আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
করোনা থেকে বাঁচতে হলে, থাকতে হবে সচেতন
অযথা ঘুরাঘুরি করে, দেওয়া যাবে না জীবন।
সাথে সাথে আল্লাহর কাছে, চাইতে হবে পানাহ
ইবাদত তারই করতে হবে, করা যাবে না গুনাহ।
বাসায় বসে সারাটি ক্ষণ, দেখা যাবে না টিভি
দেখা যাবে না নাটক-সিনেমা, দেখা যাবে না মুভি।
আল্লাহ তা‘আলা যেন উঠিয়ে নেন, এই মহামারী
আবার যেন তারই ঘর, মসজিদে যেতে পারি।