করোনা নয়; করুণা চাই
-মো. আব্দুল হামীদ
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া,
পবা, রাজশাহী।
করোনা নয়; করুণা চাই
ওগো মোদের মালিক,
তুমি সবার রিযিক্বদাতা
তুমি সবার খালিক।
বিপদ এলে তোমায় ডাকি
ওগো মহীয়ান,
তুমি সবার সৃষ্টিকর্তা
রহীম রহমান।
সবি তোমার দয়া প্রভু
সবি তোমার দান,
তুমি পরম মুক্তিদাতা
তুমি মেহেরবান।
তুমি মালিক তুমি খালিক
তুমি তো সাত্তার,
এই পৃথিবী সৃষ্টি তোমার
তুমি তো জব্বার।
মুসলিমদের রক্ষা করো
ওগো দয়াময়,
তোমার কাছে আমরা সবাই
এই ফরীয়াদ জানাই।