ক্বিয়ামতের আলামত
–আশরাফুল হক্ব,
নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
ক্বিয়ামতের চিহ্নগুলো
দিনে দিনে বাড়ছে,
মুছল্লী ছাড়া মসজিদগুলো
সবার নযর কাড়ছে।
মূর্খরা সব নেতা সেজে
মঞ্চে ভাষণ ঝাড়ছে,
গায়ের জোরে ইচ্ছে মতো
অসহায়দের মারছে।
ক্বিয়ামতের আলামতগুলো
দিনে দিনে বাড়ছে,
আলেমদের ভুলগুলো আজ
মূর্খ মানুষ ধরছে।
ধনী-গরীব সবাই মিলে
মাদক সেবন করছে,
বেগানা সব নারীগুলো
যুবকদের নযর কাড়ছে।
ক্বিয়ামতের চিহ্নগুলো
দিনে দিনে বাড়ছে।