চলো! হে মুসলমান
তাহমিনা মিতু বিনতে সুলেমান
চতুর্থ শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
চলো! হে মুসলমান
যত দিন আছে কুরআন-সুন্নাহর জ্ঞান,
মানবো না কোনো শিরক-বিদ‘আত
ভেঙ্গে দেব সব কুসংস্কারের হাত।
রাখবো না এ দেহে কোনো দুর্নীতি
মানবো আল্লাহ ও তাঁর রাসূলের শুধু নীতি।
কে বলেছে পারবো না,
পারবো আমরা ইনশাআল্লাহ।
আমাদের সাথে আছেন
পরম করুণাময় আল্লাহ।