ডাক এসেছে
-মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।
ওই যে শোনো মুয়াজ্জিনের ডাক এসেছে
চারিদিকে রহমতের সুর ভেসেছে।
কাজ ফেলে তাই জলদি ছুটে চলো
আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন করো।
রবের খুশী সকল কাজে থাকবে যতন
জীবন চলুক প্রভুর রাহে সুন্নাহ মতন।