নভেল করোনা
-মো. মোবায়েছ
বি.এ (অনার্স), ১ম বর্ষ, ইসলামিক স্টাডিজ বিভাগ,
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
যার ললাটে লিখেছে প্রভু
করোনা মৃত্যু হায়,
যতই করুক চেষ্টা বাঁচার
পাবে না সে রেহায়।
মরণ যখন আসবে সখা
তার সমীপে ভাই,
করবে যতই অনুনয়-বিনয়,
মানবে না কোনো কথায়।
নিয়েই যাবে সঙ্গে তাকে
রাখবে না এই ভবে,
কোভিড যদিও মৃত্যুমুখী
বিষের মতন সে।
তাই বলে কি ভয় পাব
নভেল করোনাকে!
বরং ভয় পাব মোরা সবাই
করোনার স্রষ্টাকে।
ক্ষমতা সকল তাঁর হাতে তাই
তাঁর কাছে মোরা আশ্রয় চাই।
তাঁর কাছে করুণ সুরে
বলব মোরা কেঁদে,
দাওনা রেহাই মৃত্যুমুখী
করোনা গযব থেকে।