প্রচেষ্টাই জীবন
–মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ
শিক্ষক (অব.), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।
টেংরা মাছের তিন কাঁটা, যদি খাড়া করে
বিশাল রাক্ষসী বোয়াল, ভয়ে দূরে সরে।
পিপীলিকা সদলবলে, যদি কামড়ে ধরে
দীর্ঘ দেহের মানুষটিও, বলে মা-বাবারে!
শিয়াল পণ্ডিত মধুর লোভে মৌচাকে দেয় হানা
মৌমাছিরা হুল ফুটিয়ে, দেয় ভীষণ যন্ত্রণা।
ধান থেকে চাল পৃথক শেষে, তুষ কুঁড়া চুলায় জ্বলে
অন্ন ও পিঠা পায়েসে, কার না তৃপ্তি হলে।
ভালো মন্দ এভাবে, হ্রাস বৃদ্ধি হবে
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পাবে।
ভালো রাজা ভালো মানুষ, কোথায় পাওয়া যায়?
ন্যায়ের কাজে দেয় যে সাজা, নীতিবাক্য তবু কয়।
বৃক্ষের শিকড় যদি, ছড়ায় মাটির গভীরে
নাহি তা শুকায় রোদে, টিকে থাকে ঝড়ে।
বেতন বই নাস্তা ফ্রি, উপবৃত্তি প্রাইমারিতে
পাঠে ছাত্র অনাগ্রহী, পরীক্ষায় ফেল নিশ্চিতে।
ভাগ্য বদলের চেষ্টা, যে জাতি করে না
আল্লাহও নারায থাকেন, তাদের সুপথ দেখান না।
অবাধ্যতার পথ ছেড়ে, ঈমান আনে যে জনা
সে মযবূত রশি ধারণ করে, যা কভু ছিঁড়ে না।
কুরআন সুন্নাহ রবের রজ্জু, আঁকড়ে ধরে যে জনা
এ রজ্জু কভু ছিঁড়ে না, আল্লাহ তাকে ছাড়েন না।