প্রথম পরিচয়
মুহাম্মাদ ইমাম হোসেন
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
কনকনে শীত, রাতের শেষ ভাগে
টুপটাপ শিশির পড়ছে ঘরের চালে,
কুপির মৃদু আলোয় মুখোমুখি বসে
বাবা মা নিঃশব্দে সাহরি খাচ্ছে।
অভিমানে বুকটা ভারি হয়ে আসে,
এত বলার পরও ডাকেনি আমাকে।
সারা দিন কিচ্ছু খাব না। খাইনি।
কেন খাব আমি বুঝি বড় হইনি!
বড় না হলে কেউ বড় ওয়ানে পড়তে পারে?
রামাযান, এভাবেই প্রথম পরিচয় তোমার সাথে।
অপেক্ষা করি এগারটি মাস তারপর থেকে।
হৃদয়াঙ্গনে আনন্দের শিহরণ জাগিয়ে
যখন এসে দাঁড়াও শা‘বান শেষে,
আমাদের জীর্ণ কুটিরের সম্মুখে;
আমরা হাসি কাঁদি মাথা নত করি প্রভুর পায়ে।
কঠোর হৃদয়গুলো যায় কোমল হয়ে
চারদিকে শান্তির সুবাতাস বইতে থাকে,
স্বার্থের মসনদ আসে ত্যাগের দখলে।
আমরা বলি,
ক্ষমা করো প্রভু হে ভুল ত্রুটি যত
রাইয়ান খুলে দিয়ে জান্নাতে নিয়ো।