বাজারে আগুন
-শফীকুল ইসলাম শফীক
বি.এ (অনার্স), এম.এ,
ইসলামিক স্টাডিজ বিভাগ, রাবি।
দ্রব্য মূল্যের শুনলে এখন দাম শুকনো কপালে ঝরছে বুঝি ঘাম। বাজারে গেলে টাকার হিসাব করি ঘুরতে ঘুরতে ভীষণ জ্বালায় মরি। কেউবা আবার বাজার করি যেই ফিরতে বাড়ী, হাঁটতে হবে গাড়ি ভাড়া নেই। বাজার এমন চলবে কতো আর? বসেই আছি আমরা কেন হই না হুঁশিয়ার? অসৎ বণিক ফাঁকে, খাদ্য মজুদ রাখে। বক্ষে জ্বালাও প্রতিরোধের আগুন আসবে দেশে সবার মনে ফাগুন।