মনের খোরাক
শিহাবুদ্দীন সুন্নী
অধ্যক্ষ, ফুলবাড়ী সালাফিয়্যাহ মাদরাসা
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
আমল আক্বীদা সঠিক করা,
আসল দ্বীনের কাম,
লও পত্রিকা ইতিছাম পড়,
লাভ হবে পরিণাম।
ইহ-পরকাল ভালো,
তিনিই পাবেন আলো।
ছাড় যত খুন ধর্ষণ,
ছাড় পাপের কাম,
মনের খোরাক পাইবে,
পড় মন দিয়া ইতিছাম।