মহান আল্লাহর ফায়ছালা অপ্রতিরোধ্য [সূরা ‘ক্বাছাছ’-এর প্রথম রুকূ অবলম্বনে]
মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ শিক্ষক (অবঃ, মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।
শ্রেষ্ঠ কৌশলীর ফয়ছালা, কে ঠেকাতে পারে?
শত্রুকে মিত্র ভেবে ফেরাঊন, শিশু মূসাকে পালকপুত্র করে।
ধাত্রীর দুগ্ধ হারাম করেন, আল্লাহ মূসার জন্য
কারও স্তনে মুখ লাগায় না শিশু, এ মু‘জিযাও অনন্য।
পানি হতে উদ্ধার ‘মূসা’, এ নাম ফেরাঊন করে
মূসার ধাইয়ের জন্য রাজ্যে, ফরমান জারী করে।
কৌশলে মূসার বোন, দাইমার সন্ধান দেয়
মূসার যত্নে মায়ের চাকরি, আল্লাহর ওয়াদা সত্য হয়।
মায়ের নিক্ষিপ্ত দরিয়ার শিশু, মায়েরই কোলে দোলে
জ্ঞানী চিন্তাশীল ও মুত্তাক্বী জনে, আল্লাহরই কুদরত বলে।
মা-বাবা ভাই-বোনে মাঝে, প্রতিপালন হলে
পরিবার ও ইসলামের নীতি, আমল আখলাকে এলে।