মুনাফিক্ব
আযীযা সারা ৬ষ্ঠ শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
কথায় কথায় মিথ্যা বলা মুনাফিক্বের নিদর্শন
মুনাফিক্বী নষ্ট করে সত্যের পথ প্রদর্শন।
দোষ অন্বেষণ করে বেড়ায় সব মানুষের মাঝে
চোগলখোরি করে সবার চোখে ভালো মানুষ সাজে।
মিথ্যা কথা বলে সে রাত-দিন ভরে
সত্য বলা কঠিন হয় মুনাফিক্বের তরে।
ফজর-এশা আদায় করা বড়ই কষ্ট মুনাফিক্বের কাছে
নিজেকে কলুষিত করে মুনাফিক্বের চরিত্র নিয়ে বাঁচে।
মুনাফিক্ব, সেতো কস্মিনকালেও মুমিন নয়
পরকালে পাবে সে জাহান্নামে আশ্রয়।
ওয়াদা করে রাখে না ওয়াদা, আমানতের করে খিয়ানত
ইহকালে লাঞ্ছনা, পরকালে শাস্তি ধ্বংস তাদের দু’জগৎ।