ময়দানে চল
আশরাফুল হক্ব
নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
ফজর হলে উঠরে মুমিন
করতে ইবাদত,
দ্বীন ক্বায়েমে ময়দানে চল
জুটবে শাহাদাত।
শাহাদাতের মওত হলো
খুবই সম্মানের,
ময়দানেতে পরীক্ষা হবে
তোমার ঈমানের।
পরীক্ষাতে পাস করলে
হবে সফলকাম,
পাবে তুমি জান্নাতের-ই
সুউচ্চ মাক্বাম।
থাকবে সেথা তোমার সাথে
হুর পরীদের দল,
বুকে ঈমান নিয়ে মুমিন
ময়দানেতে চল।