লড়াই!
–আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক
ফারেগ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
বানারাস, ভারত।
ফোঁটা ফোঁটা রক্তের ছাপ রেখে যাও
আগামীর পথিকের দিশা রেখে যাও।
রক্তসাগর সাঁতরে এসেছো হেথা তুমি
ঝড়-সাইক্লোনের বুকে অপরাজিত কেতন তুমি।
নিশান গেঁড়ে যাও শত্রু –আঁধারে তুমি টুটোনি
ভিত-কাঁপা কলুষিত আঘাতে তুমি হারোনি।
ঘুচিবে আঁধার, ভঙ্গুর গম্বুজে দুলিবে পতাকা
তব গোরস্থানে ফের উত্তীর্ণ হবে বিজয় পতাকা।