শিক্ষার লক্ষ্য
সায়্যিদা আলিফা যামান
৬ষ্ঠ শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
আমরা সবাই আল্লাহর গোলাম
কুরআন মাজীদ তারই কালাম।
আল-হাদীছ রাসূলের বাণী
আমরা সবাই কি তা পড়তে জানি?
না জানলে পড়তে সবাই
চলে এসো মোদের জামি‘আয়।
আল-কুরআনের শিক্ষা নিব মন খুলে
ছহীহ হাদীছ পড়ব সবাই মিলে।
লক্ষ্য মোদের সমাজ গড়া এই শিক্ষার মাঝে
মনের মতো শিক্ষক-শিক্ষিকা আছেন এই জামি‘আতে।