সঞ্জীবনী মন্ত্র
মুহাম্মাদ ইমাম হোসেন শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ডাঙ্গীপাড়া, রাজশাহী।
আগেও বহুবার বজ্র দিয়েছে হানা
ঘূর্ণিবায়ু মুচড়ে দিয়েছে বাবুই পাখির ডানা,
ভয়াল সমুদ্র ফণা বিস্তারি গিলেছে জীবন ভেলা
আগেও বহুবার নাড়িছেড়া ধন হারিয়েছে কত মাতা।
আগেও বহুবার গ্রাস করেছে জানা অজানা ব্যাধি
লোকালয়গুলো রাতে ও দিনে হয়েছে মৃত্যুপুরী,
হিংসা এসেছে যোদ্ধা বেশে লোভের মশাল জ্বালি
তপ্ত লাভা উগরে দিয়েছে সুপ্ত অগ্নিগিরি।
আগেও বহুবার ভেসেছে ধরা ধ্বসেছে অটল গিরি
কালের প্রবাহে বিলীন হয়েছে কীর্তিমানের কৃতি,
মহামানবের প্রাণ কেড়েছে মূর্খ পাপীর অসি
আগেও বহুবার অমৃত বলে গরল দিয়েছে ঢালি।
শত বার মরে চিনেছে মানুষ জান বাঁচাবার গলি
শুধরে নিয়েছে ভুলের অংক ফেলেছে লুটের থলি,
ছেড়েছে সকল অন্যায় কাজ ধুয়েছে হৃদের কালি
মেনেছে নিজের অক্ষমতা নুয়েছে অহংকারী।
আবারও মোদের ঘোর কেটেছে মাটিতে পড়েছে পা
তুমি ছাড়া প্রভু বিপদে তরাতে কেউ তো পারবে না,
আরও একবার মাফ করে দাও দুনিয়া সর্বহারা
ক্ষমা না করে পৃথিবী থেকে বিদায় করো না।