সত্য পথে চলি
মোছাঃ মরিয়াম বিনতে ইমাম
পঞ্চম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
সত্যের পথে চলি
সত্যের কথা বলি,
সত্যের নেই লয়
সত্যের হবে জয়।
মিথ্যার পথ ছাড়ি
মিথ্যা ত্যাগ করি,
মিথ্যাকে নাহি করি ভয়
মিথ্যার হবে পরাজয়।
দুর্নীতিকে করব দমন
অত্যাচারের পথ ছেড়ে,
ন্যায়নীতিকে করব আপন
মিথ্যাচারকে পায়ে পিষে।
সত্যকে তুলবো টেনে
ঝড়-ঝঞ্ঝার সন্ধিক্ষণে,
বিজয়ের হাসি হেসে
শান্তির পতাকা উড়বে আকাশে।