সৎ পথে চলো
সামীউল ইসলাম
ছাত্র, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
বাঁকা পথে চলো না ভাই
সোজা পথে চলো,
এখনো তো সময় আছে
আল্লাহর পথ ধরো।
অসৎ কাজ করো না ভাই
সৎ কাজ করো,
তাতে জীবন তোমার
হয়ে যাবে আলো।
আলোয় আলোয় ভরে যাবে
তোমার এই অন্তর,
পরকালে পাবে তুমি
জান্নাতের ঐ বন্দর।
পরিশেষে আল্লাহর কাছে,
করি ফরিয়াদ
সকল মুসলিমকে যেন তিনি
করেন হিফাযত।