হাতের পাঁচ
মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ
শিক্ষক (অবঃ), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।
পাঁচ আঙ্গুলের হাত চিনি, পাঁচ টাকার মুদ্রাও
পাঁচ ফোড়নের গরম মসলা, পাঁচ মিশালি মাছও।
একাত্তর ভাগ পানি মহীর, তাতে পাঁচ মহাসাগর
সৃষ্টির পঞ্চম দিনে আল্লাহর, আকাশ সৃষ্টি বৃহস্পতিবার।
পরাশক্তি চীন রাশিয়া ফ্রান্স, ইংল্যান্ড ও আমেরিকা
পাঁচ বৃহৎ শক্তির ভেটোতে, বিশ্বে পরাজিত মানবতা।
নবুঅত ও খুলাফায়ে রাশেদার, পাঁচ বিশ্ব শান্তির শাসক
চার খলীফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, মহানবী উম্মতের সুপারিশকারক।
মানবের পাঁচ ইন্দ্রিয়- চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ও ত্বক
জন্ম থেকে পুনরুত্থান অবধি, মানব জীবনের পাঁচটি ধাপ।
এ সব পাঁচের মধ্যে কিন্তু, হাতের পাঁচ নাই
সেই সেরা পাঁচ জানতে হলে, বিশ্ব শান্তির ও নেতার বাণী চাই।
পাঁচ অবস্থার গুরুত্ব দেবে, পাঁচ অবস্থার আগে
সেই পাঁচ অবস্থা জানলে তবে, পড়বে না কর্মের দুর্ভোগে।
অস্বচ্ছলতার পূর্বে স্বচ্ছলতার, বার্ধক্যের আগে যৌবনের
অসুস্থতার পূর্বে সুস্থতার, ব্যস্ততার আগে অবসরের।
মৃত্যুর পূর্বে জীবনের, এ হাদীছ সেরা নবীর যিনি
সতর্ককারী ও সুসংবাদদাতা, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতাও তিনি।