হালাল রূযী
-রেযাউল করীম
দেলদুয়ার, টাংগাইল।
হালাল ছাড়া হারাম জিনিস দেহে ঢুকালে
আমল করে লাভ হবে না যাবে বিফলে।
আমল কবুলের শর্ত হচ্ছে হালাল রূযী হওয়া
হারাম দ্বারা নাজাত কভু যাবে নাকো পাওয়া।
হারাম খেলে দিল মরে যায় শান্তি থাকে না মনে
সত্য কথার সাহস যোগায় হালাল রূযীর গুণে।
হারামভাবে আয় করলে হিসাব হবে কড়া
পরকালে রবের কাছে পড়বে কিন্তু ধরা।
হারাম মালের বরকত যে নষ্ট হয়ে যায়
দুঃখ ঘুচে হালাল দ্বারা শান্তি ফিরে পাই।
হারাম মালে দুঃখ আনে কষ্ট বাড়ে অতি
বরকত নেই হারাম মালে শুধু আছে ক্ষতি।