হুঁশিয়ারি
মুহাম্মাদ ইমাম হোসেন
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।
বলার পূর্বে বুলি বক্তার বন্দি
ছিলার স্পর্শে যেন তীরের সন্ধি,
কর্ণকুহরে যদি হানা দেয় ভুলে
লক্ষ্যে ছোঁড়া বাণ নাহি ফিরে আসে।
বলেছ যে কথা তার বন্ধকি তুমি
নিজেরে বিকিয়া ঋণ শুধিয়ো হে গুণী,
যদিও জীবন যায় জবান রাখিতে
পৃষ্ঠপ্রদর্শন নেই কোনো বীরের কিতাবে।
দু’চোয়ালের মধ্যিখানে জিভের বসতি
হেন তুল্য বিষধর জগতে আছে কী?
অমৃত বলিতে যদি কিছু থেকে থাকে
হৃদয় জুড়ায়ে যায় মধুর বচনে!
বলিবে যখন বলো কল্যাণের কথা
নচেৎ মৌন থাকো যেমন তরুলতা,
জামিনদার হও শুধু স্বীয় জবানের
তাতেই প্রাপ্ত হবে অর্ধেক জান্নাতের।