ভুল
–জহুরুল ইসলাম
হরিপুর, পোরশা, নওগাঁ।
সময়ের ব্যবধানে থেমে যাবে সবার জীবন
দুই দিনের দুনিয়াতে রইবে না কেউ বেশিক্ষণ।
ক্ষণিকের এই বসুন্ধরায়
সবাই চলছে আপন ধারায়।
কেউ পার্কে, কেউ সিনেমা হলে, কেউ স্কুল কিংবা কলেজে
বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড ঘুরছে রিলাক্সে!
কেউ করে না বিচার
শিক্ষা, কুশিক্ষা আজ সব মিশে একাকার।
প্রতিবাদ করে না কেউ, করা নাকি যায় না
এটা নাকি পশুর জগৎ, কিছু বলা যায় না!
অপরাধ সহ্য করছি চোখবুঁজে
আসে নাকো আমার বুঝে!
কিছু যদি বলতে যাই,
বলে কেউ রেগে গিয়ে
তোমার কি বুঝার বয়স হয়েছে ভাই!
নাচ, গান, সিনেমায়
করেছে মগজ ধোলায়।
আল্লাহর কসম, সিনেমার উলঙ্গ সংষ্কৃতি
করেছে যুবক-যুবতির বিবেক বিকৃতি।
বেচে কি খেয়েছে বিবেক তোমার
বেচে কি খেয়েছ মাথা!
তুমি শিক্ষিত, তুমি ভদ্র
নয়তো তোমার সিনেমা দেখার কথা।
শিক্ষার কলঙ্ক গোটা দেশ জুড়ে
ভাবছি তাই আমি, জ্ঞান দাও অন্তর্যামী।
কী শিখব এর ভিতরে?