হাতটি বাড়াই
–মহিউদ্দীন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
বানে ভাসা মানুষগুলোর
কষ্টে কাটছে দিন,
মানবতার হাত বাড়িয়ে
তরাই একটু ঋণ।
খোলা আকাশের নিচে কাটায়
নেইতো বাড়ি-ঘর,
এই বিপদে পাশে থাকতে
কেউ ভেবো না পর।
ক্ষুধার তরে কাঁদে শিশু
দেখো একটিবার,
বানে ভাসা মানুষগুলোর
নেই কি সাহায্যের দরকার?
এসো মিলে হাতটি বাড়াই
তাদের তরে আজ,
মানবতার পাপড়ি মেলে
ফুটুক গন্ধরাজ।