কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শুভেচ্ছা বাণী

post title will place here

বাণী

اَلْحَمْدُ لِلّٰهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى مَنْ لَّا نَبِيَّ بَعْدَهُ

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আল-হামদুলিল্লাহ! মাসিক আল-ইতিছাম এর শততম সংখ্যা প্রকাশের এই মহিমান্বিত ও ঐতিহাসিক মুহূর্তে আমি পাঠক, লেখক এবং সম্মানিত সম্পাদকমণ্ডলীর সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই।

২০১৬ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করা আল-ইতিছাম পত্রিকা আজ ইসলামের সঠিক জ্ঞান প্রচার, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা এবং সালাফে ছালেহীনের আদর্শ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। এই দীর্ঘ যাত্রায় পত্রিকাটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে দ্বীনের সঠিক জ্ঞান, ইসলামের মৌলিক নীতিমালা এবং উম্মাহর কল্যাণকর বার্তা প্রচারের জন্য অবিচলভাবে কর্মরত।

আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি, পত্রিকাটি ইসলামের সঠিক দাওয়াত ছড়িয়ে দিতে আরও কার্যকর ভূমিকা পালন করুক এবং আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল রাখুক- আমীন, ইয়া রব্বাল আলামীন!

শায়খ আব্দুল খালেক সালাফী

উপদেষ্টা, মাসিক আল-ইতিছাম


বাণী

اَلْحَمْدُ لِلّٰهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى مَنْ لَّا نَبِيَّ بَعْدَهُ

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আল-হামদুলিল্লাহ! মাসিক আল-ইতিছাম তার শততম সংখ্যা প্রকাশের মাধ্যমে একটি গৌরবময় মাইলফলক অতিক্রম করেছে। এটি নিঃসন্দেহে মহান আল্লাহর অশেষ অনুগ্রহ এবং আমাদের সবার জন্য এক নেয়ামত।

২০১৬ সালের নভেম্বর মাসে পত্রিকাটি পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত জনগণের মাঝে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর পরিচালনায় এবং আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর তত্ত্বাবধানে এটি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে এবং কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে নিরলস কাজ করে যাচ্ছে।

এই মহৎ কাজের অংশ হয়ে সম্পাদক, লেখক ও কর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সকল উদ্যোগকে বরকতময় করুন- আমীন!

শায়খ মুহাম্মাদ মোস্তফা মাদানী

উপদেষ্টা, মাসিক আল-ইতিছাম


বাণী

اَلْحَمْدُ لِلّٰهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى مَنْ لَّا نَبِيَّ بَعْدَهُ

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আল-হামদুলিল্লাহ, মাসিক আল-ইতিছাম-এর শততম সংখ্যা প্রকাশিত হওয়া আমাদের সবার জন্য এক মহৎ প্রাপ্তি। এটি শুধু একটি সংখ্যার সীমাবদ্ধতা নয়, বরং এর মাধ্যমে ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পূর্ণতা।

২০১৬ সালের নভেম্বর মাসে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল। তখন থেকে এটি ধারাবাহিকভাবে মুসলিম উম্মাহকে কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে সঠিক পথ দেখিয়ে আসছে। এর প্রতিটি সংখ্যা আমাদের সমাজে ইসলামী শিক্ষা, সালাফে ছালেহীনের আদর্শ এবং দ্বীনের মূল্যবোধ ছড়িয়ে দিতে নিরলস ভূমিকা পালন করেছে।

‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর এই উদ্যোগ ইসলামের সঠিক জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

আমি দু‘আ করি, আল্লাহ এই পত্রিকাটিকে আরও সফলতা দান করুন এবং আমাদেরকে এই মহান দায়িত্ব পালনে অবিচল রাখুন। যারা এই কাজে অবদান রেখেছেন, তাদের জন্য আল্লাহ উত্তম প্রতিদান রাখুন- আমীন!

শায়খ মুহাম্মাদ ইউসুফ মাদানী

উপদেষ্টা, মাসিক আল-ইতিছাম


বাণী

اَلْحَمْدُ لِلّٰهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى مَنْ لَّا نَبِيَّ بَعْدَهُ

বিসমিল্লাহির রহমানির রহীম

অনেক চড়াই-উতরাই, বাধাবিপত্তি ও ঘাতপ্রতিঘাত পার করে মাসিক আল-ইতিছাম পত্রিকা তার শততম সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত— আল-হামদুলিল্লাহ। দেশ-বিদেশে শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও মানবসেবামূলক কার্যক্রম প্রচারে ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মুখপত্র হিসেবে এর কার্যক্রম চলছে। নভেম্বর, ২০১৬ সালে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনন্য বার্তা প্রচারের এক মহান ব্রত পালন করে যাচ্ছে পত্রিকাটি। সালাফে ছালেহীনের আদর্শ এবং তাঁদের আক্বীদা ও বিশ্বাস প্রচারে পত্রিকাটি যেমন অনন্য আবদান রেখে চলেছে তেমনি শিরক ও বিদআতের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আল্লাহপ্রদত্ত ইলাহী বিধান এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত চিরন্তন আদর্শের বাহক, চূড়ান্ত সত্যের ধারক, শিরক-বিদআতের সংহারক ও সদা জাগ্রত সালাফী জনতার প্রাণের স্পন্দন এই আল-ইতিছাম। বিশুদ্ধ আক্বীদা প্রচার ও প্রসারের উত্‍স, কল্যাণকর জীবন ও পবিত্র আত্মা গঠনের মূলমন্ত্র এবং সত্য ও ন্যায়পরায়ণতা প্রচারের মূর্ত প্রতীক আল-ইতিছাম। মানুষের নৈতিক ও আদর্শগত উন্নয়ন, চারিত্রিক ও মানবিক উৎকর্ষ সাধন, বিশুদ্ধ ঈমান ও আক্বীদার আলোকে তাদের বিশ্বাস ও চিন্তন শক্তি গঠনের এক অতুলনীয় প্ল্যাটফর্ম আল-ইতিছাম। অনুসন্ধিত্‍সু আত্মা ও আল্লাহপ্রেমের সুধাপানে উত্‍সুক হৃদয়ের প্রস্রবণ আল-ইতিসাম।

ঈমান ও আমলের বিশুদ্ধ প্রচার ও প্রসারে এর ভূমিকা, একনিষ্ঠ নির্ভেজাল দেশপ্রেমিক প্রজন্ম গঠনে এর অবদান, শিরক-বিদআত ও মাযার-কবরপূজা অপনোদনে এর কার্যক্রম, আল্লাহ, রাসূল ও আখেরাত সম্পর্কে মানুষের বিশুদ্ধ বিশ্বাস ও আদর্শ গঠনে এর পদক্ষেপ আরও বেগবান হোক, এর প্রতি সালাফী আক্বীদার মানুষের ভালোবাসা ও আসক্তি আরও বৃদ্ধি পাক— আল্লাহর নিকট এই দু‘আ করি। আল্লাহ যেন এই পত্রিকার ভবিষ্যৎ পথ আর মসৃণ ও গতিশীল করেন- আমীন!

মুহাম্মদ মুস্তফা কামাল

সম্পাদক, মাসিক আল-ইতিছাম


বাণী

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য এবং দরূদ ও সালাম বর্ষিত হোক নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর উপর। কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তার নাম ‘মাসিক আল-ইতিছাম’। প্রতিষ্ঠালগ্ন থেকে সেই বার্তাই দিয়ে যাচ্ছে পত্রিকাটি। দারসে কুরআন, দারসে হাদীছ, প্রবন্ধ, তরুণ প্রতিভা, নারীদের পাতা, গল্পের মাধ্যমে জ্ঞান, কবিতা, সংবাদ ও সওয়াল-জওয়াব-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিচার নিয়ে পত্রিকাটি বিশুদ্ধ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এর সম্পাদকীয়গুলো হয় অত্যন্ত তথ্যবহুল, যেগুলো লেখা হয় ইসলাম ও মুসলিমদের গুরুত্বপূর্ণ বিষয়াবলি ও সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। এসব সম্পাদকীয় জাতির সামনে তুলে ধরে অনেক গুরুত্বপূর্ণ বার্তা ও দিকনির্দেশনা।

আমি পত্রিকাটির প্রতিষ্ঠা, উপদেষ্টামণ্ডলী, সম্পাদনা পরিষদ, সার্কুলেশন ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষী-সহ এর সাথে জড়িত সাবেক ও বর্তমান সকলের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি এবং তাদের সকলের জন্য মহান রব্বুল আলামীনের নিকট উত্তম প্রতিদান যাচ্ঞা করছি।

মহান আল্লাহর ক্ষমার ভিখারী তাঁর এই নগণ্য বান্দা শুরু থেকেই পত্রিকাটির সাথে জড়িত। তবে কোনো সদস্য হিসেবে নয়; বরং একজন ক্ষুদ্র লেখক হিসেবে। পরবর্তীতে সম্পাদনা পরিষদের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমার নামটি যুক্ত হয়। টানা একাধিক বছর দীর্ঘ কয়েক সংখ্যার সম্পাদকীয়ও লিখতে হয় আমার কাঁচা হাতে। এসবই ছিল আমার রবের একমাত্র তাওফীক্বে। মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও তাওফীক্বে পত্রিকাটির জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় প্রতিটি সংখ্যায় লিখে এবং পরবর্তীতে সম্পাদনার কাজে যুক্ত হয়ে পত্রিকাটি ও এর পাঠকের কোনো উপকার করতে পেরেছি কিনা জানি না, তবে আমি নিজে যে উপকৃত হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহুম্মা লাকাল হামদ। এসব কর্মকে আমার রব আমার পরকালের পাথেয় হিসেবে কবুল করলে সেটাই হবে আসল সফলতা। তিনি কবুল করুন।

পত্রিকাটি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত পৌঁছেছে আল-হামদুলিল্লাহ। এখন ১০০তম সংখ্যা প্রকাশের পথে। তবে, পথ এখনও অনেক বাকী, কারণ উন্নতির কোনো শেষ নেই। সেজন্য, আমি মনে করি, এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিজেদেরকে প্রকৃত দায়িত্ববান জ্ঞান করতে হবে এবং নিজেদের দায়িত্ব আরো সুচারুরূপে পালন করতে হবে, তাহলে ইনশা-আল্লাহ পত্রিকাটি উন্নতির শেখরে পৌঁছতে পারবে।

মহান আল্লাহ পত্রিকাটিকে ও এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন। আমীন!


আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী

নির্বাহী সম্পাদক, মাসিক আল-ইতিছাম

Magazine