কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সাওয়াল জওয়াব

প্রশ্ন (৩৯): আমি আমার স্ত্রীকে একসাথে তিন তালাক দেই। তারপর হজুরকে জানালে বলে, তিন মাস পর হিল্লা দিয়ে তার তিন মাস পর বিয়ে করলে হালাল হবে। আমি তাই করি। আমার স্ত্রী PCOD (Polycystic Ovarian Disease) রোগী (মাসিক অনিয়মিত)। একসাথে তিন তালাক দেওয়ার পর থেকে হিল্লার তিন মাস পর আমাদের নতুন বিয়ের আগে পর্যন্ত তিনটা মাসিক হয়নি। (তবে হিল্লার আগে তিন মাস ও পরের তিন মাস আমাদের মাঝে সম্পর্ক ছিল। হুজুরকে জানালে বলে তওবা করে নিলে নতুন বিয়েতে সমস্যা হবে না। হুজুর বলে, অনিয়মিত মাসিক হলে তিন মাস ইদ্দত। হিল্লার তিন মাস পর মেয়ের বাবার উপস্থিতিতে নতুন করে বিয়ে করে আমরা সংসার করছি, আমাদের এখন সন্তান আছে। দয়া করে জানাবেন আমাদের সংসার এখন বৈধ আছে কি-না। আর অতীতের জন্য কি ক্ষমা আছে?
Magazine