উত্তর: না, এই অর্থ গ্রহণ করা জায়েয নয়। কারণ এটি ঘুষ বা স্বার্থনির্ভর উপহার হিসেবে গণ্য হবে। কেননা মূল্য পরিশোধের পর কোনো সুবিধার বিনিময়েই তিনি এই অতিরিক্ত অর্থ প্রদান করছেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কর্মচারীদের উপহার গ্রহণ করা খেয়ানত’ (ছহীহ মুসলিম, হা/১৮৩২)। আবূ উমামা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে, তাহলে সে সূদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল’ (আবূ দাঊদ, হা/৩৫৪১)। বুরায়দা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমরা কাউকে সরকারি পদে নিযুক্ত করলে তার আহারের ব্যবস্থাও আমার দায়িত্ব। পরে সে অতিরিক্ত কিছু নিলে, তবে তা আত্মসাৎ হিসেবে গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/২৯৪৩)।
প্রশ্নকারী : ইয়াসমিন