উত্তর: হারাম শরীফ বা মদীনার নামে কসম করা যাবে না। সাঈদ ইবনু আবূ উবায়দা রাহিমাহুল্লাহসূত্রে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা এক ব্যক্তিকে এভাবে শপথ করতে শুনলেন, না! এ কা‘বার শপথ! তখন ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে শিরক করল’ (আবূ দাঊদ, হা/৩২৫১)। শুধুমাত্র আল্লাহর নামেই কসম হতে হবে। এজন্য হারামের বা কা‘বার মালিকের নামে (আল্লাহ) কসম করা যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন কসম করার ইচ্ছা করবে, তখন বলবে, কা‘বার রবের কসম!’ (সুনানে নাসাঈ, হা/৩৭৭৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘তোমরা তোমাদের বাপ-দাদার নামে কসম করো না। যে ব্যক্তি কসম করবে সে যেন আল্লাহর নামেই কসম করে’ (ছহীহ বুখারী, হা/৭৪০১)।
প্রশ্নকারী : আহনাফ
দিনাজপুর।