উত্তর: জান্নাতে দিন-রাত, সূর্য-চন্দ্র কিছুই থাকবে না। হাসান ও আবূ কিলাবা রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! জান্নাতে কি রাত বা দিন হবে? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার মধ্যে কে এ ধরনের প্রশ্ন উঠাল?’ সে বলল, আল্লাহ তাআলা যে বলেছেন, ‘আর সেখানে তাদের জন্য সকাল-সন্ধ্যায় রিযিক থাকবে’ (মারইয়াম, ১৯/৬২) আর রাত তো আসে সকাল ও সন্ধ্যার মাঝে? উত্তরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সেখানে কোনো রাত থাকবে না, থাকবে কেবল আলো আর আলো’ (তাফসীরে কুরতুবী, ১১/১২৭)। অন্য জায়গায় এসেছে, আল্লাহ তাআলার এই বাণী, ‘আর তাদের জন্য সেখানে আছে তাদের রিযিক সকালে ও সন্ধ্যায়’— এ সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে, জান্নাতে তো দিন-রাত নেই, তাহলে এখানে ‘সকাল’ ও ‘সন্ধ্যা’ বলার অর্থ কী? উত্তর হচ্ছে, এখানে ‘সকাল’ ও ‘সন্ধ্যা’ বলা হয়েছে সময়ের পরিমাপ বুঝাতে অর্থাৎ পৃথিবীর বেলা ও সন্ধ্যার পরিমাণ অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী তাদের রিযিক প্রদান করা হবে (তাফসীরে সাময়ানী, ৩/৩০৩)।
প্রশ্নকারী : ওয়ালিদ ইবনে শামস্
কালিহাতী, টাংগাইল।