উত্তর: ফেসবুকে অপরিচিত মেয়েদের বন্ধু বানানো কিংবা তাদের সাথে বিনা প্রয়োজনে চ্যাট করা হারাম। এটি একটি ফিতনা ও বেহায়াপনা। উসামা ইবনু যায়েদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না’ (ছহীহ বুখারী, হা/৫০৯৬)। কোনো মেয়েকে বন্ধু বানানো, তার ছবিতে লাইক, কমেন্ট করা বা তার সাথে চ্যাটের মতো হারাম কাজ করার মাধ্যমে শয়তান মানুষকে পাপের দিকে নিয়ে যায় ও অবৈধ সম্পর্ক তৈরি হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে অবশ্যই তৃতীয়জন হিসেবে শয়তান অবস্থান করে’ (তিরমিযী, হা/২১৬৫)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ ফাহিম
নাটোর।