উত্তর: প্রচণ্ড বৃষ্টি, কাঁদাযুক্ত রাস্তা, জলাবদ্ধতা হলে বাসায় পরিবারের সকলকে নিয়ে জামাআতে ছালাত আদায় করা যায়। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি তাঁর মুয়াযযিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি (আযানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন ‘হাইয়া আলাছ ছালাহ’ বলবে না; বরং বলবে, ‘ছাল্লু ফী বুয়ূতিকুম’ (তোমরা নিজ নিজ বাসগৃহে ছালাত আদায় করো)। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। জুমআ নিঃসন্দেহে জরুরী, আমি অপছন্দ করি তোমাদেরকে মাটি ও কাদার মধ্যে দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে (ছহীহ বুখারী, হা/৯০১)।
প্রশ্নকারী : ইমন হোসাইন
গাজীপুর।