উত্তর: মসজিদে জামাআত চলাকালীন তাড়াহুড়া করে বা দৌড়ে গিয়ে রাকআত ধরা যাবে না। এব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমরা ইকামত শুনতে পাবে, তখন তোমরা স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করে ছালাতের দিকে যাও, তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে আর যা ছুটে যায় তা পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/৬৪৬)।
প্রশ্নকারী : রাশেদ
ঢাকা।