উত্তর: জিনের সাহায্য নেওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আর কতিপয় মানুষ কতক জিনদের নিকট আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত’ (আল-জিন, ৭২/৬)। জিনের সাহায্য নেওয়া হয় কুফরী অথবা শিরকী পন্থায়, যেমন: জিনের পূজা, কুফরী শব্দ উল্লেখের মাধ্যমে তাবীয করা। এগুলো দ্বারা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এজন্য জিনদের সাহায্যে কাবীরাজি, তাবীয বা চিকিৎসা করা যাবে না। তবে কুরআন-হাদীছ দ্বারা যারা ঝাড়ফুঁক করে চিকিৎসা নেওয়া যাবে (ছহীহ বুখারী হা/৫৭৩৬)।
প্রশ্নকারী : বদরুদ্দোজা
গোপালগঞ্জ।