উত্তর: জুমআর ফরয ছালাতের আগে কোনো নির্দিষ্ট সুন্নাত নেই। মানুষ তার সামর্থ্য অনুযায়ী যত ইচ্ছা ২ রাকআত, ৪ রাকআত বা তার বেশি সুন্নাত ছালাত আদায় করতে পারে।
কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গোসল করে জুমআর ছালাতে আসল, অতঃপর সাধ্যমত সুন্নাত ছালাত আদায় করল, অতঃপর ইমামের খুৎবা শেষ হওয়া পর্যন্ত নীরব থাকল, অতঃপর ইমামের সাথে ছালাত আদায় করল, এতে তার দুই জুমআর মধ্যকার দিনসমূহের এবং আরো তিন দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয় (ছহীহ মুসলিম, হা/৮৫৭)। অত্র হাদীছ প্রমাণ করে যে, জুমআর আগে নির্দিষ্ট কোনো রাকআত নেই, বরং যত ইচ্ছা সুন্নাত ছালাত আদায় করা যায়। আর জুমআর পরে মসজিদে চার রাকআত সুন্নাত পড়বে আর বাসায় গিয়ে পড়লে দুই রাকআত পড়বে। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি জুমআর ছালাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দুই রাকআত (সুন্নাত) ছালাত আদায় করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন (ছহীহ মুসলিম, হা/৮৮২)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি মক্কায় অবস্থানকালে জুমআর ফরয ছালাত আদায়ের পর নিজ স্থান ত্যাগ করে একটু সামনে এগিয়ে দুই রাকআত ছালাত আদায় করতেন। অতঃপর আরো একটু সামনে এগিয়ে চার রাকআত আদায় করতেন। আর তিনি মদীনায় অবস্থানকালে জুমআর ফরয ছালাত আদায় শেষে ঘরে ফিরে দুই রাকআত আদায় করতেন। তখন তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ করতেন (আবূ দাঊদ, হা/১১৩০)।
প্রশ্নকারী : ফাহাদ ইসলাম
ঠাকুর দৌলতপুর, কুষ্টিয়া।