উত্তর: বিজ্ঞাপনে নারীর ছবি ব্যবহার করা বা নারীদের দিয়ে বিজ্ঞাপন ভিডিও দেওয়া যাবে না। ইসলামে নারীর সৌন্দর্য, অঙ্গ-প্রত্যঙ্গ বা আকর্ষণীয় ভঙ্গিতে নিজেকে প্রকাশ করা হারাম। আর ইচ্ছাকৃতভাবে এমন ভিডিও দেখা চোখের যেনা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَزِنَا الْعَيْنِ النَّظَرُ ‘চোখের যেনা হলো তাকানো’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩)।
প্রশ্নকারী : মুস্তাকিম
বিরামপুর, দিনাজপুর।