উত্তর: মসজিদের বারান্দা যদি মসজিদ হিসেবে নির্মিত হয়ে থাকে, তাহলে সেটি মসজিদের হুকুমেই থাকবে। সুতরাং সেখানে ছালাত আদায় করা মসজিদের মাঝেই ছালাত আদায় করা হিসেবে গণ্য হবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি মক্কায় অবস্থানকালে জুমআর ফরয ছালাত আদায়ের পর নিজ স্থান ত্যাগ করে একটু সামনে এগিয়ে দুই রাকআত ছালাত আদায় করতেন। অতঃপর আরো একটু সামনে এগিয়ে চার রাকআত আদায় করতেন। আর তিনি মদীনায় অবস্থানকালে জুমআর ফরয ছালাত আদায় শেষে ঘরে ফিরে দুই রাকআত আদায় করতেন। তখন তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন (আবূ দাঊদ, হা/১১৩০)। অত্র হাদীছ প্রমাণ করে যে, ছালাত শুরু করলেই পশ্চিমের দিকে প্রথম কাতারে দাঁড়াতে হবে, ঠিক তা নয়; বরং যেকোনো স্থানে সুবিধামতো ছালাত আদায় করতে পারে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ’ (ছহীহ মুসলিম, হা/৬৭১)।
প্রশ্নকারী : আব্দুল হালিম