কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : আমার মাসিক অবস্থায় প্রথম দুই দিন রক্ত যায়, ৩য় দিন বন্ধ থাকে আবার ৪র্থ দিন কয়েক ফোঁটা নির্গত হয়, ৫ম দিন অনেক সময় বন্ধ থাকে আবার কখনো নির্গত হয়, ৬ষ্ঠ দিন আবার বন্ধ থাকে এবং সপ্তম দিন সাদা পানির মতো নির্গত হয়ে পিরিয়ড শেষ হয়। এই ক্ষেত্রে আমি কীভাবে ছালাত আদায় করব?

উত্তর : যদি হায়েযের স্বাভাবিক দিনগুলোতে লাগাতার দুইদিন রক্ত এসে তৃতীয় দিন রক্ত বন্ধ হয়ে যায় আবার চতুর্থ দিন রক্ত আসে এবং এভাবে চলতে থাকে, তাহলে রক্ত বন্ধ হওয়াকেও হায়েয হিসেবে ধরতে হবে। এটা বলা যাবে না যে, হায়েয শেষ হয়েছে বরং হায়েয শেষ হয়েছে কি-না তা নির্ভর করে পবিত্রতার চিহ্নের উপর। আর তা হলো- সাদা আঠাল পদার্থ যা মহিলারা চিনে থাকে। মহিলারা আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট নেকড়া বা তুলায় ভর্তি থলে পাঠাত। তাতে হলুদ বর্ণের রক্ত লেগে থাকত। তারা তাতে ছালাত আদায় করা যাবে কি-না তা জিজ্ঞাসা করত। তিনি বলতেন, তোমরা তাড়াহুড়া করো না, তাতে সাদা আঠাল পদার্থ না দেখা পর্যন্ত (অপেক্ষা করো)। তিনি এটা দ্বারা হায়েয থেকে পবিত্র হওয়া বোঝাতেন (ছহীহ বুখারী, ২/৫৮)। সুতরাং হায়েয থেকে পবিত্র হওয়ার মাপকাঠি হলো সাদা আঠাল পদার্থ যা হায়েযের শেষ দিকে নির্গত হয়ে থাকে। এর আগ পর্যন্ত হায়েয হিসেবে গণ্য হবে। আর হায়েয অবস্থায় ছালাত আদায় করতে হবে না। আর তা দেখা গেলে গোসল করে পবিত্র হয়ে ছালাত আদায় করতে হবে।

প্রশ্নকারী : ইফফাত আরা

সদর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর


সাওয়াল জওয়াব

প্রশ্ন (৩৬) : আমার বাড়ির গেটে কবর আছে, কিন্তু ঠিক কোন জায়গায় তা জানি না। এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি ঐদিক দিয়ে চলাচল করতে পারব?

প্রশ্ন (৩৭) : পুরাতন কবরের উপর ঘরবাড়ি করা যাবে কি?

প্রশ্ন (৩৮) : কবরস্থান যিয়ারত করা ও সেখানে দুই হাত তুলে দু‘আ করার বিধান কী? এক্ষেত্রে পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিত মুনাজাত করা যাবে কি?

প্রশ্ন (৩৯) : কেউ যদি মৃত্যুর পূর্বে অছিয়ত করে যায় যে, আমার মৃত্যুর পর অমুক ব্যক্তি আমাকে মাটি দিতে পারবে না, তাহলে কি তার এই অছিয়ত পূর্ণ করা যাবে?

প্রশ্ন (৪০) : গ্রামের কিছু এলাকায় দেখা যায় এবং তারা বলে থাকে, শনিবার ও মঙ্গলবার কেউ যদি মারা যায় তাহলে তার কবর পাহারা দিতে হয়- কুরআন বা ছহীহ হাদীছে এর কোনো সত্যতা আছে কি?

প্রশ্ন (৪১) : পিতা-মাতার মৃত্যুর পর তাদের জানাজা ও কবরস্থ করাসহ অন্যান্য পরবর্তী করনীয় সম্পর্কে জানতে চাই।

প্রশ্ন (৭) : নিষিদ্ধ সময়ে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা যাবে কি? দলীল সহ জানতে চাই।

প্রশ্ন (৮) : আমাদের এলাকার এক মসজিদের সভাপতি ছাহাবী মুয়াবিয়া রযিয়াল্লাহু আনহু-কে কাফের বলে। মসজিদের ইমামও তাকে সমর্থন করে। তাদের ইমামতিতে ছালাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (৯) : ছালাত আদায়ের সময় টুপি না পরলে কি ছালাতের নেকী কম হবে?

প্রশ্ন (১০) : আমাদের অফিসে ছালাত পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এবং মুছল্লী বেশি হওয়ায় মানুষজন জুতা-স্যান্ডেল পরে চলাচল করে এমন রাস্তায় জায়নামায বিছিয়ে জামাআত সহকারে ছালাত আদায় করি। এমন মানুষজন চলাচলের রাস্তায় ছালাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১১) : আমি রাফউল ইয়াদাইন করি এবং কখন করতে হয় সেটাও জানি। কিন্তু আমি যখন মাগরিবের ছালাতে জামাআতে ১ রাকআত বা ২ রাকআত মিস করি তখন রাফউল ইয়াদাইন করতে সমস্যা হয়। উদাহরণস্বরূপ, মাগরিবে ইমাম এর ৩য় রাকাত আমার ১ম রাকাত। ইমাম সালাম ফিরাল কিন্তু আমি সালাম না ফিরিয়ে উঠে দাঁড়ালাম এখন কি আমি রাফউল ইয়াদাইন করব?

প্রশ্ন (১২) : আমি বিতর ছালাত রাতে উঠে পড়ব বলে ঘুমিয়ে যায় কিন্তু রাতে উঠতেনা পারায়আমার মাঝে মধ্যে বিতর ছালাত ছুটে যায়। এতে কি আমার গোনাহ হবে?

প্রশ্ন (১৩) : আমাদের মসজিদের দেয়ালে মক্কা কা‘বা ঘরের ছবি লাগানো আছে ও মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম ও আল্লাহর নামদুইপাশে লাগানো আছে। এধরনের মসজিদে ছালাত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৬) : ‘সূরা ইখলাস ১০ বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি করা হয়’ উক্ত হাদীছটি কি ছহীহ?

প্রশ্ন (১৭) : ব্যাংকিং সফটওয়্যার বানানো কি হালাল? আমার থেকে কেউ যদি তা ক্রয় করে বা আমি বানিয়ে দেওয়ার পর তারা সূদের সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে কি আমার উপর এর দায়ভার বর্তাবে?

প্রশ্ন (১৮) : ইউটিউবে বিভিন্ন জিনিস শিখিয়ে মনিটাইজেশন (বিজ্ঞাপন) দিয়ে উপার্জন হালাল না হারাম? জনৈক মুফতী ছাহেব এই উপার্জনকে হালাল বলেছেন। যেহেতু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে তাই তিনি বলেছেন উপার্জনের ১০% অর্থ ছাদাকা করে দিলে সেটা হালাল হয়ে যাবে।

প্রশ্ন (১৯) : আমি একটি গ্রুপ অব কোম্পানিতে চাকরি করি। এমন কোম্পানিগুলো সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে হালাল-হারাম সব ধরনের ব্যবসা করে। আমি উক্ত কোম্পানির ফরেন পারচেজ করি এবং সকল আইটি সাপোর্ট দিয়ে থাকি। আমার এই চাকরি সম্পূর্ণ হালাল হচ্ছে কি-না বিস্তারিত জানালে উপকৃত হব।

প্রশ্ন (২০) : আমি একটি শোরুমে চাকরি করি। আমাদের শোরুম খোলার অফিসিয়ালি সময় সকাল ১০.৩০ টায়। কিন্তু শোরুমের ম্যানেজার দেরিতে খোলে। যার ফলে আমিও তার সাথে দেরিতে শোরুমে যাই। এক্ষেত্রে আমার বেতন কি হালাল হবে?

প্রশ্ন (২১) : ২৩ বছরের এক মুসলিম ছেলে এইচএসসি পাশ করেছে। তার বাবা আয়কর অফিসে চাকরি করে এবং বিভিন্ন সূদ ও ঘুষের সাথে সম্পৃক্ত। তার বাবা এখন ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াতে চায়। এখন সেই ছেলে বাবার কথা শুনবে, নাকি চাকরি করে নিজে স্বাবলম্বী হয়ে বাবার টাকা থেকে দূরে থাকবে?

প্রশ্ন (২২) : যদি কেউ আল্লাহর ইবাদত করারপাশাপাশি অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে।তাহলে কি তার ইবাদত কবুল হবে?

প্রশ্ন (২৩) : শখ করে ছবি উঠিয়ে মোবাইলে রাখলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে কি কোনো গুনাহ হবে?

প্রশ্ন (২৪) : আমাদের বাজারে যে হাঁস-মুরগি ও গরু-ছাগলের গোশতের দোকান আছে সেখানে যারা এসব যবেহ করে তাদের অধিকাংশই ছালাত আদায় বা ধর্মীয় অন্যান্য বিষয় মেনে চলে না। এক্ষেত্রে তাদের কাছ থেকে গোশত ক্রয় করা যাবে কি?

প্রশ্ন (২৫) : ভবিষ্যতের জন্য সেভিংস একাউন্টে টাকা জমা করা যাবে কি?

প্রশ্ন (২৬) : যুক্তি শেখার জন্য বিভিন্ন যুক্তিবিদ্যার বই পড়া কি জায়েয?

প্রশ্ন (২৭) : জনৈক ব্যক্তি মসজিদের জন্য নির্দিষ্ট স্থানে জমি দানের নিয়ত করে। কোনো কারণে এখন সে মনে করছে ঐ জমি বিক্রি করে দিবে এবং এর অর্থ দিয়ে অন্য জায়গাতে জমি কিনে দিবে অথবা সমপরিমাণ অর্থ অন্য মসজিদে নির্মাণ কাজে দান করবে। শরীআতের দৃষ্টিতে তার কী করা উচিত?

প্রশ্ন (২৮) : আমাদের সমাজের মসজিদে অর্থ না থাকায়, ইমাম মুয়াযযিনের বেতন বাবদ সমাজের লোকদের থেকে চাঁদা আদায়ের মাধ্যমে প্রদান করা হয়। এতে কিছু বেনামাযী ও মসজিদে ছালাত আদায় করতে আসে না এমন লোক চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তাদেরকে একঘরে করে দেওয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। এটা কি জায়েয?

প্রশ্ন (২৯) : কারো মাধ্যমে সালাম আদান-প্রদানের বিধান কী?

প্রশ্ন (৩০) : নিরুপায় হয়ে ফিতনা থেকে বাঁচার জন্য ছাত্র অবস্থায় বিয়ে করে ছেলে-মেয়ের বাবার খরচে লেখাপড়া করবে এবং ছেলের চাকরি বা জীবিকার ব্যবস্থা হওয়ার পূর্ব পর্যন্ত তাঁর বাবার দায়িত্বে থাকবে, এমন শর্তে বিয়ে করা বৈধ হবে কি?

প্রশ্ন (৩১) : ইসলামে দাসীর সাথে সহবাস করা বৈধ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে দাসী কারা? বর্তমানে কি দাস প্রথা বিদ্যমান আছে?

প্রশ্ন (৩২) : বিয়েরপরে নিয়মিত চুড়ি, নাকফুল, কানের দুল ইত্যাদিপরার বিষয়ে ইসলাম কী বলে?

Magazine