কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি? অনেকে বলছে পারিশ্রমিক নেওয়া হারাম। অথচ যিনি হিজামা করাচ্ছেন, তার হিজামা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম (যেমন- কাপ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, ভায়োডিন ইত্যাদি) ব্যবহার করা হয়, যাতে খরচ আছে। আগে ব্যবহার হতো না, শুধু মুখ দিয়ে রক্ত টেনে বের করা হতো। এমতাবস্থায় পারিশ্রমিক নেওয়া কি বৈধ?

উত্তর: হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়। আমর ইবনু আমির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রযিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগাতেন এবং কোনো লোকের পারিশ্রমিক কম দিতেন না (ছহীহ বুখারী, হা/২১৩৬)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগালেন এবং যে তাকে শিঙ্গা লাগিয়েছে, তাকে তিনি মজুরি দিলেন। যদি তা হারাম হতো তবে তিনি তা দিতেন না (ছহীহ বুখারী, হা/২১০৩)। নিষেধাজ্ঞার বিষয়ে যেসব হাদীছ এসেছে সেগুলো হারাম অর্থে নয় বরং অপছন্দনীয় অর্থ উদ্দেশ্য (মিরকাতুল মাফাতীহ, ৫/১৮৯৪)। সুতরাং হিজামা করিয়ে উপার্জন গ্রহণ করা যায়। তবে এটাকে পেশা হিসাবে গ্রহণ না করে জনস্বার্থে চিকিৎসা করালে ছওয়াব পাবে, ইনশা-আল্লাহ।

প্রশ্নকারী : আব্দুল মালেক

চাঁপাই নবাবগঞ্জ।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (১): মরিয়ম ফুল ঘরে রাখলে রহমত হয়- এ কথা কি সত্য?

প্রশ্ন (২): আমাদের এলাকায় কিছু মানুষ বলে, কোনো বাড়িতে যদি গৃহপালিত পশু-পাখি মারা যায় তাহলে বালা মুছীবত কেটে যায়। কথাটি কি সঠিক?

প্রশ্ন (৩): আমি একটা টিউশনি করাই। ওই পরিবারের একজন লোক কোনো এক দরবার শরীফের পীর। কথা প্রসঙ্গে জানতে পারেন যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি ও প্রস্তুতি নিচ্ছি। পরে উনি নিজ থেকে কিছু একটা লিখে আমাকে দিয়ে বলল, যেখানে নদীর স্রোত আছে সেই নদীর পানিতে এই লেখাটা ফেলার জন্য। এমতাবস্থায় আমি খুবই দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছি। যদি এটা পানিতে ফেলি, তাহলে কি আমি ভুল বা পাপ কাজ করব? এখন আমার করণীয় কী?

প্রশ্ন (৪):কিয়ামত না হওয়ার সত্ত্বেও কীভাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত-জাহান্নাম ও সেখানে কিছু মানুষকে শাস্তি দেওয়া দেখলেন?

প্রশ্ন (৬): আমার নাম আব্দুল মুবীন। কেউ যদি শুধু মুবীন বলে ডাকে তাহলে কি শিরক হবে?

প্রশ্ন (৭): আল্লাহ কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা বুঝার কোনো উপায় আছে কি?

প্রশ্ন (১৮): মহিলারা ভাত রান্নার জন্য চাল মেপে নেওয়ার পর তার মধ্যে থেকে এক মুঠো করে চাল উঠিয়ে রাখে এবং সেই চাল ফকীর বা মসজিদের হুজুরকে দান করে। এটা কি জায়েয?

প্রশ্ন (২০): খাবার গ্রহণের পর আঙুল ও প্লেট চেটে পরিষ্কার করে খাওয়া এবং ওই প্লেটেই হাত ধৌত করে সেই পানি পান করা- এটা কি কোনো সুন্নাত আমল নাকি লোকমুখে প্রচলিত কোনো হাদীছ বহির্ভুত মিথ্যা প্রচলন?

প্রশ্ন (২১): ‘আমরা রাসূলের গোলাম’ বলা যাবে কি?

প্রশ্ন (২২): মেয়েরা কি গায়ে আতর মাখতে পারবে?

প্রশ্ন (২৩): হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি? অনেকে বলছে পারিশ্রমিক নেওয়া হারাম। অথচ যিনি হিজামা করাচ্ছেন, তার হিজামা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম (যেমন- কাপ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, ভায়োডিন ইত্যাদি) ব্যবহার করা হয়, যাতে খরচ আছে। আগে ব্যবহার হতো না, শুধু মুখ দিয়ে রক্ত টেনে বের করা হতো। এমতাবস্থায় পারিশ্রমিক নেওয়া কি বৈধ?

প্রশ্ন (২৪): হারাম যে কোনো পোস্টে যেমন- বেপর্দা কোন মেয়ের ছবিতে কমেন্ট করা হারাম। কিন্তু যদি কেউ হারাম পোস্টে নছীহতমূলক কমেন্ট করে তাহলে এটা কি জায়েয হবে?

প্রশ্ন (২৫): আমার এলাকার মসজিদে জুমআয় দুই খুৎবা হয়। প্রথমে বাংলা, তারপর আরবী। যখন বাংলা খুৎবা হয়, তখন তাদের প্রতিষ্ঠান থেকে বের হওয়া মাসিক দ্বীন দুনিয়া বইটি ৩০ টাকা করে বিক্রি করা হয়। এভাবে মসজিদের মধ্যে বাংলা খুৎবা চলাকালীন বই বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (২৬): মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় অনেকে বস্তায় মাটি দেয়, এটা কি দেওয়াযাবে?

প্রশ্ন (২৭): কোনো এক মসজিদের অনেক জায়গায় দোকান করে দেওয়া হয়েছে। সেখানে বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি হয়। এই দোকান ভাড়া মসজিদের কাজে ব‍্যয় হয়। সেই মসজিদে ছালাত আদায় করা কি জায়েয?

প্রশ্ন (২৮): মুনাজাত শেষে মুখ মাসাহ করা যাবে কি?

প্রশ্ন (২৯): যেকোনো বিপদ হলে বা বিপদে পড়লে শুধুমাত্র ইন্না-লিল্লাহ বলা যাবে কি?

প্রশ্ন (৩০): হাফ প্যান্ট পরে ফুটবল খেলা কি জায়েয?

প্রশ্ন (৩১): সরকারি চাকরিজীবী বা হারাম উপার্জনকারী আত্মীয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা বা তারা দাওয়াত দিলে তা গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (৩২): কারও শরীরে পা লাগলে সালাম করা বা চুম্বন করা যাবে কি?

প্রশ্ন (৩৩): আমার কাজিন নার্সিং এ ভর্তি হয়েছে কিন্তু কলেজ থেকে বলেছে হিজাব পরা যাবে না। এখন করণীয় কী?

প্রশ্ন (৩৪): মেয়েদের চুড়ি পরা কি বাধ্যতামূলক?

প্রশ্ন (৩৫): সরকার বিভিন্ন আইন করে জোরপূর্বক টিকা দেওয়ার জন্য বাধ্য করছে। এখন টিকা দেওয়া যাবে কি? এ ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (৩৬): আমাকে বিশ্ববিদ্যালয়ের কাজে Word file, adobe এর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। এগুলোর বাজার দর ২০০-৩০০ ডলার। কেনার সামর্থ্য আমার নেই। তাই আমি Crack File (পাইরেটেড সংস্করণ) ব্যবহার করি। এতে শরীআতের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

প্রশ্ন (৪১): ভুল করে যেনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর স্ত্রী কখনো যদি প্রশ্ন করে যে, তুমি কখনো শারীরিক সম্পর্ক করেছি কি-না? তখন আমার করণীয় কী? আমি সত্য বললে তো ঝামেলা সৃষ্টি হবে।

প্রশ্ন (৪২): তালাক পাপ্তা নারীকে হিল্লা ছাড়া কি পুনরায় বিবাহ করা যায়?

প্রশ্ন (৪৩): আমি প্রবাসী। আমার স্ত্রী আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে রাগারাগি করে, আমি অনেক ধৈর্যধারণ করেছি, তাকে বুঝিয়েছি; কিন্তু কোনো কাজ হয় না। তাই আমি ভেবেছি, তাকে আর টাকা-পয়সা দেব না। তাকে টাকা না দিলে কি আমার গুনাহ হবে?উল্লেখ্য যে, আমার একটা ছেলে আছে।

প্রশ্ন (৪৪): পাত্রী ঠিক করার ক্ষেত্রেকোন দিকটি বিবেচনা করা ইসলাম সর্মথন করে?

প্রশ্ন (৪৫): শ্বশুর-শাশুড়ির ছেলে নেই। তাদেরকে কি দান-ছাদাকা করা যাবে? নাকি তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের?

Magazine