উত্তর: প্রস্রাব-পায়খানার পর পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতে হবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যখন যেতেন, তখন আমি এবং অন্য এক বালক পানির পাত্র ও বর্শা নিয়ে যেতাম। সে পানি দিয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতেন (ছহীহ বুখারী, হা/১৫২)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, এই আয়াত কূবাবাসীদের শানে নাযিল হয়েছে, ‘সেখানে এমন লোক আছে যারা পাক-পবিত্র থাকতে ভালবাসে’। রাবী বলেন, তারা পানি দ্বারা ইস্তিঞ্জা করতেন। সে কারণে তাদের শানে এই আয়াতটি অবতীর্ণ হয় (আবূ দাঊদ, হা/৪৪)। পবিত্রতা অর্জনের বিষয়ে আল্লাহ কূবাবাসীর প্রশংসা করেছেন। কারণ তারা মূলত পানি দিয়েই পবিত্র অর্জন করতেন। উল্লেখ্য, যারা আগে ঢিলা বা টিস্যু পেপার ব্যবহার করছে এবং পবিত্রতার দাবিতে উক্ত আয়াতটির অধীনে যে হাদীছ পেশ করছে, তা যঈফ আর শরীআতের নামে তা বাড়াবাড়ি। তবে পানি না পাওয়া গেলে ঢিলা-কুলুখ বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। আর প্রস্রাব করার পর ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটা বা কাশি দেওয়া এগুলোর কোনো শারঈ ভিত্তি নেই; বরং এগুলো দ্বীনের মাঝে বাড়াবাড়ি, এর সপক্ষে কোনো দলীল নেই।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
সাভার।