কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমার বড় ভাইয়ের কোন ছেলে হয় না। তাই আমার একটি ছেলে বড় ভাইকে দিয়েছি। এখন আমার ছেলে আমাকে চাচা বলে এবং ভাইকে আব্বু বলে। এর শারঈ বিধান কী?

উত্তর: আপন পিতা-মাতার পিতৃত্ব ও মাতৃত্বকে স্বীকার করে, চাচা-চাচীর আশ্রয়ে লালিত-পালিত হওয়ার কারণে সম্মানার্থে চাচাকে পিতা এবং চাচীকে মাতা বলা যায়। সাথে সাথে বাবা যেহেতু বেঁচে আছে সেহেতু বাবাকেও আব্বা বলতে হবে। নতুবা সে কষ্ট পাবে। মহান আল্লাহ বলেন, ‘তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক, আল্লাহর নিকট এটাই অধিক ইনসাফপূর্ণ (আল-আহযাব, ৩৩/৫)। তবে সার্টিফিকেট, আইডি, পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো স্থানে স্বীকৃতির ক্ষেত্রে পিতা-মাতার স্থানে তাদের নাম ব্যবহার করা যাবে না। কেননা তাতে আপন পিতা-মাতার পরিচয় গোপন করা হবে এবং অন্যকে আপন পিতা-মাতা বলে স্বীকৃতি দেওয়া হবে। আর তা নিষিদ্ধ। কেননা এ সময় সে কাফের হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৩৫০৮; ছহীহ মুসলিম, হা/৬১)। এবং জান্নাতও তার জন্য হারাম হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৪৩২৬)। অতএব, যথাযথ কতৃর্পক্ষের নিকট আবেদন করে উক্ত সার্টিফিকেট ও আইডি হতে তাদের নাম পরিবর্তন ও সংশোধন করা জরুরী। উল্লেখ্য যে, পালিত মার দুধ পান না করে থাকলে সে মা মাহরামের অন্তভুর্ক্ত নয়। এমতাবস্থায় তাকে মা বললেও তার সাথে পর্দা বজায় রেখে চলবে।

প্রশ্নকারী : মো. শাহ আলম বড়াইগ্রাম, নাটোর।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (২২) : সকালে আয়াতুল কুরসী পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে মুক্ত থাকবে আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত জিন থেকে মুক্ত থাকবে। এই হাদীছ কি ছহীহ?

প্রশ্ন (২৩) : আমি সকাল-বিকাল ১০০ বার করে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বাম হাতের করের মাধ্যমে গণনা করে থাকি। কেননা ডান হাত দিয়ে গাড়ি চালাই, কথা হলো এ ইবাদত কবুল হবে কি?

প্রশ্ন (২৪) : মানুষ রাতে ঘুমালে শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিরা দেয়। শয়তানের এই তিনটি গিরা খোলার উপায় কী?

প্রশ্ন (২৫) : আয়াতুল কুরসি পাঠ করার পূর্বে আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ বলা কি জরুরী?

প্রশ্ন (২৬) : সূরা আল-ইখলাস ৩ বার অথবা ১০ বার পড়ার কোনো ফযীলত আছে কি?

প্রশ্ন (২৭) : দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট। একটা দুআ আছে “হাসবিয়া-ল্লা-হু লা- ইলা-হা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া-হুয়া রব্বুল আরশিল আজিম” এই দুআ সকাল সন্ধ্যায় ৭ বার পড়ার কোনো ফযীলত আছে?

প্রশ্ন (৬) : কয়েক রাকআত না পাওয়া ব্যক্তি (মাসবূক) ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পর ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলে তার ছালাত হবে কি?

প্রশ্ন (৭) : ভুল বসত ছালাতে এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার সময় তাকবীর আগে বা পরে দিয়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? যেমন: দম নিতে গিয়ে ভুলে রুকু থেকে পুরোপুরি উঠে দাঁড়ানোর পর ‘সামি-আল্লা-হু-লিমান হামিদা’ বললে কি সালাম ফেরানোর আগে সাহু সিজদা দিতে হবে কি?

প্রশ্ন (৮) : তাকবীরে তাহরীমা ও রাফউল ইয়াদায়েন করার সময় হাতের আঙ্গুল খোলা থাকবে না-কি পরস্পরের সাথে মিলানো থাকবে, আর হাতের তালু কী অবস্থায় থাকবে?

প্রশ্ন (৯): আয়নার সামনে দাঁড়িয়ে ছালাত পড়লে ছালাত হবে কি?

প্রশ্ন (১০) : আমার ছোট ভাই জাহাজে চাকুরি করে। একাধারে ১০-১২ মাস জাহাজে চাকুরি করে। বন্দরে ২-৩ দিন এবং বন্দর থেকে একটু দূরে ৪-৫ দিন নোঙর করে থাকে। তারা কি মুসাফির, না-কি মুক্বীম? তাদের ছালাতের বিধান কী?

প্রশ্ন (১১) : আমি যখন ছালাতে উপস্থিত হই, তখন ইমাম সাহেব প্রথম রাকা‘আতের রুকু শেষ করে দাঁড়িয়ে গেছে। রুকু না করেই আমি ইমামের সাথে সিজদায় চলে যাই। এভাবে ইমামের সাথে সালাম ফিরিয়ে ছালাত শেষ করি। এক্ষণে আমার প্রশ্ন হল- আমার ছালাত কি চার রাকআত হলো নাকি ৩ রাকআত হলো। যদি চার রাকআত না হয়ে থাকে তাহলে, কি পূর্ণ চার রাকআত আদায় করতে হবে?

প্রশ্ন (১২) : আছরের ছালাত জামাআতের সাথে একবার হওয়ার পর মসজিদের ভিতরে দ্বিতীয় জামাআত করা যাবে কি?

প্রশ্ন (১৩) : আমি ক্বছরের দূরত্বে আছি। এমন সময় এশার জামাআত চলছে। আমি জামাআতের ২য় রাকআত পেলাম। তাহলে কীভাবে ছালাত আদায় করব? ক্বছরে জামাআতের ছালাত আদায়ের পদ্ধতি কী?

প্রশ্ন (১৪) : ছালাতের সিজদা ও শেষ বৈঠকে ইসমে আজম পড়া যাবে কি?

প্রশ্ন (১৫) : আমাদের বাড়ি নাই ভাড়া থাকি তবে ২ই লক্ষ টাকা জমা আছে ওই টাকার কি যাকাত প্রদান করতে হবে?

প্রশ্ন (৩৮) : সিলেটে ঘটে যাওয়া বন্যায় একজন ক্ষতিগ্রস্ত ঈমানদার ব্যক্তির পক্ষে কি একজন প্রকাশ্য কাফের/মুশরিক/মুরতাদ/জালিমের পক্ষ থেকে দান করা অর্থ বা খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত?

প্রশ্ন (৩৯) : আমরা তিন গ্রামের ছেলেরা মিলেগ্রামের উন্নয়নমূলক কাজ করার জন্যএকটা ক্লাব খুলেছি। আর আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিব।এখন আমাদের বলবেন কি কীভাবে আমরা এখন এই দশের টাকা কাজে লাগিয়েএকটা বড় টাকা করতে পারি? যাতে আমরা গ্রামের মানুষের পাশে এবং গ্রামেরউন্নয়নমূলক কাজ করতে পারি।

প্রশ্ন (৪০) : ঋণগ্রস্ত ব্যক্তির ছাদাক্বা কবূল হবে কি?

অহির বাস্তবতা বিশ্লেষণ (১১তম পর্ব)

প্রশ্ন (২৮) : বুখারী, মুসলিম, আবূ দাঊদ, তিরমিযী, ইবনু মাজাহ, নাসাঈ (রহ.) কীভাবে হাদীছের ছহীহ ও যঈফ নির্ধারণ করেছেন? জনৈক আলেম বলেন, তাঁরা রাবীদের সৎ‌ কিংবা অসৎ, দুর্বল, হাদীছ ভুলে যাওয়া এভাবে যঈফ হাদীছ নির্ধারণ করেছেন এবং রাবীদের বিষয়ে আশপাশের লোকজনের মতামত অর্থাৎ ‌রাবী সৎ‌ না-কি, অসৎ এই বিষয়ে গবেষণা করে হাদীছ ছহীহ ও যঈফ নির্ধারণ করেছেন, এই বক্তব্য কি সঠিক?

প্রশ্ন (২৯) : বুখারী-মুসলিম হাদীছ গ্রন্থের রাবী হলেই কি কোনো হাদীছ ছহীহ সাব্যস্ত হবে?

প্রশ্ন (৩০) : জনৈক আলেম বলেন, রাসূল a হাদীছ লিখতে নিষেধ করেছেন, হাদীছ লেখা শুরু হয়েছে রাসূল a-এর মৃত্যুর ২০০ বছর পর, এই বক্তব্য কি সঠিক?

প্রশ্ন (৩১) : ‌اللهم ‌لَكَ ‌الْحَمْدُ ‌كَمَا ‌يَنْبَغِيْ لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيْمِ سُلْطَانِكَ হাদীছের ব্যাখ্যা জানতে চাই।

প্রশ্ন (৩২) : ‘দাসী তার মুনিবকে জন্ম দিবে’ হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।

প্রশ্ন (৩৩) : আমার মা অসুস্থ। মেডিকেল সাইন্সের ভাষায় Life Support-এ আছেন। Life Support-এ আছেন এটা বলা কি জায়েয?

প্রশ্ন (৩৪) : একটু বিনোদনের জন্য বাদ্যযন্ত্রের পরিবর্তে নাক-মুখ দ্বারা মিউজিক তৈরি করা কি জায়েয?

প্রশ্ন (৩৫) : আমি একজন ছাত্র। আমি সালাফী মানহাজের অনুসরণ করি- আল-হামদুলিল্লাহ।আমার দাড়ি খুব লম্বা; বুকের নিচ পর্যন্ত এবং নিচের দিকে লাল হয়ে গেছে। এখনআমি কি দাড়ি কিছুটা ছেটে নিতে পারব?

প্রশ্ন (১৬) : কাউকে অফিসিয়াল কোনো পেমেন্ট দেওয়ার ফলে সে যদি কিছু বকশিস দেয় সেটা নেওয়া যাবে কি?

প্রশ্ন (১৭) : মিডল্যান্ড ব্যাংকে আমার একটা একাউন্ট আছে ঐ একাউন্টে জমানো টাকার উপর প্রতি মাসে সূদ আসে। এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। এখন আমি ঐ সূদের টাকা কি করব? কিছু সূদ মুক্ত ব্যাংকের নাম জানিয়ে বাধিত করবেন।

প্রশ্ন (১৮) : আমার বাবা জমি বন্ধক নেয়। আমি উনাকে বুঝিয়েছি জমি বন্ধক নেওয়া হারাম। কিন্তু বাবা এর জন্য আমাকে ধমক দেয় এবং অনেক তর্ক-বিতর্ক করে। আমার আলাদা উপার্জনের উপায় নেয়। এখন আমার বাবার উপার্জন আমার জন্য কী হালাল হবে। যদি না হয় তাহলে আমি কী করব?

প্রশ্ন (১৯) : বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েয হবে কি?

প্রশ্ন (২০) : দেশে নিষিদ্ধ চায়না জাল তৈরি করে উপার্জিত টাকা দিয়ে জীবিকা নির্বাহ জায়েয হবে কি?

প্রশ্ন (২১) : সাদা এবং সবুজ রং এর পাত্রে পানি পান করা কি নিষেধ?

Magazine