কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলাম গ্রহণ করলেন ঘানার ফুটবলার থমাস পার্টি ও ডাচ ফুটবল কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ

আর্সেনাল ক্লাবের হয়ে খেলা ঘানার ফুটবলার থমাস পার্টি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের আগে অনেক দিন যাবত তিনি লন্ডনে ধর্ম বিষয়ে পড়াশোনা করেন। থমাস পার্টি ১৯৯৩ সালে ঘানায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তিনি ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেন। এর আগে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যালোর্কা ও আলমেরিয়ার হয়ে খেলেন। প্রতিপক্ষের বল আটকে দেওয়া ও শক্তিশালী শটের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। ঘানার পক্ষে তিনি প্রায় ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তিনটি আফ্রিকা কাপ অফ নেশন্স-এ অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল এবং ঘানা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

অন্যদিকে ডাচ ফুটবল কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফও ইসলাম গ্রহণ করেছেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি জানান, সারা বিশ্বের মুসলিম ভাই-বোনদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষত আমার স্ত্রী সোফিয়ার প্রতি, তিনি আমাকে গভীরভাবে ইসলামের অর্থ উপলব্ধি করতে শিখিয়েছেন। ক্ল্যারেন্স সিডর্ফ একজন পরিশ্রমী ও বহুমুখী প্রতিভার অধিকারী। কমপক্ষে ছয়টি ভাষায় তিনি কথা বলতে পারেন। তিনি ডাচ জাতীয় দলে ৮৭ বার খেলেছেন এবং তিনটি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে খেলেছেন এবং পরবর্তী তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন।


Magazine