কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সিঙ্গাপুরে ইসলামিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা : প্রধানমন্ত্রী লরেন্স ওং

post title will place here

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে একটি ইসলামিক কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ভবিষ্যতে সিঙ্গাপুরে ইসলামী নেতা তৈরি করা ও তাদের পরিচর্যা করা। তিনি নিজের মেয়াদে প্রথম জাতীয় দিবসের ভাষণে ‘সিঙ্গাপুর কলেজ অব ইসলামিক স্টাডিজ’ প্রতিষ্ঠার ঘোষণা করেন। জাতীয় দিবসের মিছিলে মালয় ভাষায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী লরেন্স মালয় ও মুসলিম সম্প্রদায়ের অনন্য ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরই অংশ হিসেবে তিনি এই ইসলামিক কলেজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। ২০১৬ সালে প্রস্তাবিত এই প্রকল্পটির মাধ্যমে ধর্মীয় পণ্ডিত ও শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সিঙ্গাপুরের সমাজের বিভিন্ন স্তরে প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত আট বছর ধরে এ প্রকল্পটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় সময়ে মালয় সম্প্রদায়ের ঐক্যের প্রশংসা করে লরেন্স বলেন, এর ফলে সাহসিকতার সঙ্গে জাতীয় সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, সিঙ্গাপুরের অগ্রগতি থেকে দেশের মুসলিম সম্প্রদায় উপকৃত হবে এবং দেশের ভবিষ্যৎ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ১৫ মে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া লরেন্স ওং তাঁর ভাষণে শিক্ষাগত অর্জন, চরমপন্থা প্রতিরোধ এবং সমাজের দুর্বল অংশগুলোর উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।


Magazine